Image description

দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালের বিছানায় শুয়েই বিয়ে করলেন মানিকগঞ্জের আনন্দ সাহা। প্রেমিকা অমরিতা সরকার এই কঠিন সময়ে তাঁর পাশে থাকার সিদ্ধান্ত নেন এবং দুই পরিবারের সম্মতিতে নির্ধারিত সময়ের আগেই বিয়ের আয়োজন করা হয়।

গত ৭ আগস্ট রাতে আনন্দ সাহা মোটরসাইকেলে ঢাকা থেকে মানিকগঞ্জ ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাঁর দুই হাত ও একটি পা ভেঙে যায়, এবং কোমরেও প্রচণ্ড আঘাত লাগে। বর্তমানে তিনি মানিকগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং চলাচলের জন্য পুরোপুরি অন্যের ওপর নির্ভরশীল।

প্রিয়জনের এমন দুঃসময়ে পাশে থাকতে চেয়েছিলেন অমরিতা। তাই তাঁরা ডিসেম্বরে নির্ধারিত বিয়ের তারিখ এগিয়ে আনার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ শহরের ওই হাসপাতালের হলরুমে সীমিত পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ব্যান্ডেজ বাঁধা হাতেই আনন্দ হাসপাতালের বিছানায় শুয়ে কনের কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

আনন্দের চাচাতো ভাই অমি সাহা জানান, ডিসেম্বরে একটি বড় আয়োজনে বিয়ের পরিকল্পনা ছিল। তবে বর্তমানে আনন্দের চিকিৎসা ও সেবা তাদের প্রধান অগ্রাধিকার। তাই পরিবারের সিদ্ধান্তে দ্রুত এই বিয়ে সম্পন্ন করা হয়েছে। হাসপাতালের মেডিকেল অ্যান্ড ইউনিট প্রধান সিরাজুল ইসলাম নিশ্চিত করেছেন যে, রোগীর স্বাস্থ্যবিধি মেনেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল।