ধোবাউড়ায় ২০ বছরেও সংস্কার হয়নি আশ্রয়ণের ঘর, ১৬ পরিবারের দুর্ভোগ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের মন্দিরকোনা গ্রামে ২০০৫ সালে স্থাপিত আশ্রয়ন প্রকল্পের ৪০টি ঘর দীর্ঘ ২০ বছরেও সংস্কার না হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। আড়াই একর জমিতে নির্মিত এই প্রকল্পের ২৪টি ঘর এখন অস্তিত্বহীন, আর বাকি ১৬টি ঘরে গারো ও মুসলিম পরিবারগুলো নিজেদের অর্থায়নে জোড়াতালি দিয়ে মানবেতর জীবনযাপন করছে।
সরেজমিনে দেখা গেছে, ঘরের টিনের ছাউনিতে মরিচা ধরে ঝরে পড়ছে। বর্ষায় মেঝেতে পানি জমে কাদামাখা অবস্থা, রান্নাঘরে ও বিছানায় বৃষ্টির পানি পড়ে। বাসিন্দারা বাঁশ, কাঠ ও কম্বল দিয়ে ছাউনি মেরামতের চেষ্টা করলেও ঝড়ো হাওয়ায় তা উড়ে যায়। বিশুদ্ধ পানির জন্য সাবমার্সেবল পাম্প নেই, টয়লেটগুলোও অকেজো।
বাসিন্দা মর্জিনা খাতুন ও সুচিত্রা সাংমা জানান, উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে একাধিক লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান মেলেনি। আর্থিক অসচ্ছলতার কারণে ঘর ছেড়ে যাওয়ার সামর্থ্যও নেই তাদের। নিজেদের সাধ্যমতো সংস্কার করে দিনযাপন করছে এই পরিবারগুলো।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন বলেন, “মাসিক সমন্বয় সভায় এবং উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বারবার যোগাযোগ করেও আশ্রয়ন প্রকল্পের সংস্কারে কোনো অগ্রগতি হয়নি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, “সরকারি বরাদ্দ এলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।”
Comments