
পাঞ্জাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। এক হাজারেরও বেশি গ্রাম পানির নিচে চলে গেছে এবং মৃতের সংখ্যা বাড়ছে। এই কঠিন পরিস্থিতিতে রাজ্য সরকার, সেনা, বিএসএফ, বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে।
পাঞ্জাবের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন তারকা-
শাহরুখ খান: বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান পাঞ্জাবের বন্যা পরিস্থিতি দেখে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, "আমি অন্তর থেকে পাঞ্জাবের এমন অবস্থা দেখে আহত। আমি প্রার্থনা করছি, পাঞ্জাব দ্রুত ছন্দে ফিরুক...।"
দিলজিৎ দোসাঞ্জ: গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ গুরদাসপুর ও অমৃতসরের প্রায় ১০টি গ্রামের পাশে দাঁড়িয়েছেন। তিনি স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে বন্যার্তদের জন্য খাবার, পানি ও চিকিৎসাসেবার ব্যবস্থা করছেন।
এমি ভির্ক: অভিনেতা ও গায়ক এমি ভির্ক বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ২০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি পাঞ্জাবের মানুষের দুর্দশার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
Comments