Image description

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার (২৪ আগস্ট) দুপুর ১টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের একটি দল। অভিযানে নেতৃত্ব দেন- দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ সহকারী পরিচালক মো. ইমরান খান অপু। এসময় তার সাথে ছিলেন, উপসহকারী পরিচালক আবুল হাসান, জসিম উদ্দিন।

টানা তিন ঘন্টা দুদক কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তারা ওষুধ সংরক্ষণাগার, বহির্বিভাগ, ল্যাব এবং ভর্তি ওয়ার্ডে গিয়ে সেবা প্রদানের মান ও সুবিধা পরীক্ষা করেন। অভিযানের সময় দেখা যায়, রোগীরা দুদক কর্মকর্তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন।

চন্দনাইশ থেকে আসা রোগী মো. মোস্তাফিজুর রহমান বলেন, কালকে (শনিবার) রাত থেকে পানি নেই হাসপাতালের ওয়াশরুমে। হাসপাতালের কর্তৃপক্ষকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তাছাড়াও ডাক্তাররা সব সময় উপস্থিত থাকেন না।

চিকিৎসা নিতে আসা আরেক বৃদ্ধ রোগী আবদুর রহমান অভিযোগ করেন, আমরা গরিব মানুষ, বিনা খরচে চিকিৎসা পাওয়ার কথা শুনে আসি, কিন্তু প্রায় সময়ই বাইরে থেকে ওষুধসহ পরীক্ষা-নিরীক্ষা করতে হয়।

এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা হাসপাতালে রোগি না দেখে চট্টগ্রামসহ উপজেলার বিভিন্ন অবৈধ ল্যাবে চেম্বার করেন বলেও জানান হাসপাতালে আগত রোগিরা।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘দুদক কর্মকর্তারা যেসব বিষয় জানতে চেয়েছেন আমি এসব বিষয় মৌখিক ও লিখিতভাবে জানিয়েছি।’

দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ সহকারী পরিচালক মো. ইমরান খান অপু বলেন, ‘হাসপাতালের রোগিদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের এই অভিযান। অভিযানে রোগিদের খাবার সরবরাহ, অ্যাম্বুলেন্স ভাড়া, ডাক্তারদের অনুপস্থিতি, হাসপাতালে আগত রোগিদের পরীক্ষা-নিরীক্ষার জন্য বাইরের বিভিন্ন ল্যাবে পাঠানোসহ বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘দুপুর বারটার পর ডাক্তার না থাকার কারণে হাসপাতালে রোগিরা সেবা নিতে আসেন না বলেও আমরা জেনেছি। এসব বিষয় আমরা উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অবগত করা হবে।’