Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু।

বৃহস্পতিবা গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় মহিলাদের নিয়ে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন। হাজার হাজার নারীর উপস্থিতিতে বৈঠকটি জনসমাবেশে রূপ নেয়।

বৈঠকে নারীরা এলাকার জলাবদ্ধতা, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ভূমিদস্যুতার সমস্যা তুলে ধরেন। জবাবে দিপু ভুঁইয়া বলেন, “শুধু গোলাকান্দাইল নয়, পুরো রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা হবে। বিএনপি ক্ষমতায় এলে জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার ও স্থায়ী স্লুইস গেট চালু করা হবে।”

তিনি এলাকার স্কুল ও মাদ্রাসা সরকারিকরণ এবং রূপগঞ্জকে আধুনিক শহরে রূপান্তরের প্রতিশ্রুতি দেন। এছাড়া নারীদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, সহসভাপতি রজব আলী ফকির, শাহীন মিয়া, যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে, গোলাকান্দাইলের বিভিন্ন ওয়ার্ড থেকে নারীরা মিছিল নিয়ে বৈঠকে যোগ দেন। সভাস্থলে ওমর হোসেন, বাবু ও নাঈম নারীদের মাঝে শরবত ও বিস্কুট বিতরণ করেন।