
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এ কথা জানান।
তিনি বলেন, নির্বাচনে সন্ত্রাস-অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সবকিছু না-ও চাইতে পারে। তত্ত্বাবধায়ক সরকারও অনেকে চায়নি। জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে।
পিআর ছাড়া জামায়াত নির্বাচনে যাবে কিনা– এ প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি পিআর পদ্ধতির প্রশংসা করেন। হামিদুর রহমান আযাদ জানান, নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে সবসময় তারা আন্তরিক ছিলেন। জামায়াত মনে করে, পিআর পদ্ধতি দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। এটা একটা শ্রেষ্ঠ পদ্ধতি, যেটাতে ভোটারদের যথাযথ মূল্যায়ন হবে।
সিইসির কাছে এখন পর্যন্ত নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড (সবার সমান সুযোগ) নিশ্চিত হয়নি দাবি করে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে জামায়াতে ইসলামী। হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের জন্য এখনও লেভেল প্লেয়িং ফিল্ড আসেনি।
Comments