
স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর পাশে মহাসড়ক অবরোধ করে রাখলে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
জানা গেছে, শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস, নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধকরণ এবং বোর্ড অব ট্রাস্টিজ পরিবর্তনের দাবিতে শহরের হাজারি রোড থেকে পদযাত্রা শুরু করে। পরে তারা মহাসড়কে এসে অবরোধ ও বিক্ষোভ করে। এসময় আন্দোলনকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
খবর পেয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবার সকালে ফেনী ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেছেন। তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন এবং এর সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। বুধবার রাতে তিনি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের কাছে পদত্যাগপত্র জমা দেন।
Comments