Image description

৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। সম্প্রতি ছেলে আরিয়ান খানের প্রথম ওয়েব সিরিজের প্রিভিউ লঞ্চ অনুষ্ঠানে এসে তিনি এই সম্মাননা নিয়ে কথা বলেন এবং নিজের চোট সম্পর্কেও জানান।

কিছুদিন আগে শাহরুখের গুরুতর আহত হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। সেই প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানি আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরছে—আমার হাতে কী হয়েছে? চোট লেগেছিল, আর বড় একটা অপারেশন হয়েছে। সুস্থ হতে এক-দু’মাস লেগে যাবে।” এরপরই তিনি রসিকতা করে বলেন, “তবে জাতীয় পুরস্কার নিতে একটা হাতই যথেষ্ট। আসলে অধিকাংশ কাজই আমি এক হাত দিয়েই করি। শুধু একটি কাজেই আমার দুই হাত লাগে—সেটা হলো আপনাদের ভালোবাসা।”

ছেলে আরিয়ানের প্রথম পরিচালিত কাজ নিয়ে অনেকেই তাকে ‘কপিক্যাট’ বলে সমালোচনা করেছিলেন। মঞ্চে শাহরুখ সেই সমালোচনার জবাব দেন। তিনি বলেন, “এই কাজের পেছনে আরিয়ানের অনেক পরিশ্রম রয়েছে।”

শাহরুখের এই রসিকতাপূর্ণ মন্তব্য সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভক্তরা বলছেন, বয়স বাড়লেও তার ক্যারিশমা এবং স্টাইল এখনও আগের মতোই অটুট আছে।