Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁও উত্তর থানা জামায়াতের আমির মাওলানা মো. ইসহাক বলেছেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের কথাই চলে দেশের থানাগুলোতে। বুধবার (২০ আগস্ট) উপজেলার সাদিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও শিক্ষা বিভাগের সেক্রেটারি প্রিন্সিপাল ড. মু. ইকবাল হোসাইন ভূঁইয়া।

মাওলানা ইসহাক বলেন, “২৪’র গণঅভ্যুত্থানে অনেকে শহীদ ও আহত হয়েছেন। সাধারণ মানুষ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সুন্দর দেশের স্বপ্ন নিয়ে আন্দোলন করেছিল। কিন্তু এখন চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছি। দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্তির জন্য লড়াই করতে হবে।”

তিনি আরও বলেন, “এখনও সময় আছে, সবাই একত্রিত হোন। দেশকে সুন্দর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। নইলে হায়েনারা দেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলবে। ফ্যাসিস্ট হাসিনা এখনও ওৎ পেতে আছে, তার রক্তপিপাসা মিটেনি।”

সভায় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. আজিজুল ইসলাম, কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. মনির হোসেন, কোনাবাড়ি মাদরাসার শিক্ষক মাওলানা মো. আব্দুল হাকিম প্রমুখ।