Image description

উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ তার বন্ধু ও সতীর্থ লিওনেল মেসির সঙ্গে একসঙ্গেই ফুটবল থেকে অবসর নিতে চান। ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর তিনি এই ইচ্ছা প্রকাশ করেন।

অবসর প্রসঙ্গে সুয়ারেজ বলেন, "এখন আমাদের দুজনেরই বয়স কিছুটা বেশি। আমরা দুজনেই নিজেদের সিদ্ধান্ত নেব, যা আমাদের জন্য সঠিক হবে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত সুস্থতা ও সুবিধার ওপর নির্ভর করবে।" তিনি আরও বলেন, তারা দুজন বছরের পর বছর ধরে এই বিষয়ে কথা বলেছেন এবং এটি সম্ভব হতে পারে। তবে এটি নির্ভর করছে মেসির চুক্তি নবায়ন এবং তার নিজের চুক্তির ওপর।

মেসি ও সুয়ারেজের বর্তমান চুক্তি ২০২৫ সালের এমএলএস মৌসুমের শেষে শেষ হবে। জানা গেছে, ইন্টার মিয়ামি কর্তৃপক্ষ ইতোমধ্যে মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে।

এদিকে, বৃহস্পতিবার ইন্টার মিয়ামি লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টিগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে খেলবে। দলের হেড কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন যে, মেসি ম্যাচ থেকে ছিটকে পড়েননি, যদিও তিনি বর্তমানে আলাদা অনুশীলন করছেন। এলএ গ্যালাক্সির বিপক্ষে গত শনিবারের ম্যাচে মেসি একটি ছোট মাসল ইনজুরিতে পড়েছিলেন বলে জানা গেছে।