Image description

শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া বাজারে ভূমি অফিস নির্মাণের জন্য সরকারি খাস জমি থেকে উচ্ছেদ করা হয়েছে অন্তত ১০টি ভূমিহীন পরিবার। প্রায় ১৪টি দোকান ও ঘরবাড়ি ভেঙে ফেলায় অর্ধশতাব্দী ধরে বসবাসকারী পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে আশ্রয়হীন। নারী-শিশুদের কান্না ও বৃদ্ধদের দীর্ঘশ্বাসে ভারী হয়ে উঠেছে এলাকা।

উচ্ছেদকৃত পরিবারগুলোর বেশিরভাগই দিনমজুর বা ছোট দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করত। তাদের একমাত্র ভরসা ছিল এসব দোকান ও ঘর। আমির আলী (৭৫) কাঁপা গলায় বলেন, “এই মাটিতে ঘর বেঁধে সন্তান মানুষ করেছি। তিন দিন ধরে খোলা আকাশে নির্ঘুম রাত কাটাচ্ছি। কোথায় যাবো, কী খাবো?”

মোছা. সাজেদা খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানান, “প্রশাসন একদিন সময় দিলে মালপত্র বাঁচাতে পারতাম। হঠাৎ এসে সব ভেঙে দিল। এখন বাচ্চাদের নিয়ে কোথায় যাবো?” মোশারফ হোসেন (৩৫), একজন চায়ের দোকানি, বলেন, “দোকানটাই ছিল আমার ভরসা। এখন স্ত্রী-সন্তান নিয়ে রাতে কোথায় শোব, কী খাবো?”

স্থানীয়রা জানান, উন্নয়নের নামে মানুষকে রাস্তায় ফেলে দেওয়া মানবিক নয়। প্রশাসন আগে বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করতে পারত।

ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম রাসেল বলেন, “উচ্ছেদকৃতরা দীর্ঘদিন খাস জমি দখল করে ছিল। জনসেবার জন্য ভূমি অফিস নির্মাণ করা হবে। ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য আবেদনের ভিত্তিতে সহযোগিতা করা হবে।”