ট্রলার বাঁচাতে গিয়ে নিখোঁজ মাঝি, মুন্সীগঞ্জে বাল্কহেড আটক

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার সুবচনী বাজারের তালতলা ডহুরী খালে বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে প্রচণ্ড স্রোতে বাল্কহেডের নিচে ট্রলার আটকে যাওয়ায় তা বাঁচাতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন ট্রলারচালক আমির মাঝি (৫৫)। তিনি সুবচনী গ্রামের মৃত তালেবর মাঝির ছেলে।
জানা যায়, আমির মাঝি দুই যাত্রী নিয়ে লৌহজং উপজেলার আদাবাড়ি থেকে একজন যাত্রী নিয়ে সুবচনী ঘাটে ফিরছিলেন। এ সময় সুবচনী ঘাটে নোঙর করা ‘ধলেশ্বরী’ নামের একটি বাল্কহেডের নিচে তার ট্রলার প্রচণ্ড স্রোতে আটকে যায়। ট্রলার বাঁচাতে গিয়ে বাল্কহেডের নিচের অংশে মাথায় আঘাত পেয়ে তিনি পানিতে তলিয়ে যান। ট্রলারের যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও আমির মাঝি নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী মুন্না জানান, সুবচনী বাজারের সালাম ডকইয়ার্ডের সামনে প্রতিদিন ৪-৫টি বাল্কহেড নোঙর করে থাকে। আমির মাঝির ট্রলার বাল্কহেডের নিচে আটকে গেলে তিনি তা বাঁচাতে গিয়ে আঘাত পান। এর আগে এ খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হলেও চাঁদাবাজদের সহায়তায় বালুবাহী বাল্কহেড চলছিল।
নিখোঁজ মাঝির ভাতিজা সুমন বলেন, “চাচা ২৫ বছর ধরে মাঝির কাজ করেন। বাল্কহেডের নিচে ট্রলার আটকে গেলে তিনি মাথায় আঘাত পেয়ে তলিয়ে যান। ঘাতক বাল্কহেডটি পালিয়ে গেলেও আমরা তা আটক করেছি।”
টঙ্গিবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, ঘটনার পর বাল্কহেডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করবে।
Comments