রায়গঞ্জে গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তার সংস্কার, দুর্ভোগ লাঘব

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জামতৈল গ্রামের বাসিন্দারা নিজস্ব অর্থায়নে কাঁচা রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেছেন। গত কয়েক মাসের টানা বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় গ্রামবাসী চরম দুর্ভোগের মুখে পড়েছিলেন। এই দুর্ভোগ কমাতে তারা নিজ উদ্যোগে এই সংস্কার কাজ শুরু করেন।
জামতৈল গ্রাম, ধামাইনগর ইউনিয়নের শেষ প্রান্তে অবস্থিত, যেখানে সহস্রাধিক মানুষের বসবাস। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন থেকে বঞ্চিত এই গ্রাম। এখানে এক ইঞ্চি পাকা রাস্তাও নেই। ধামাইনগর থেকে রায়গঞ্জ উপজেলার পাকা সড়কের সাথে সংযোগকারী একটি কাঁচা রাস্তা বহু বছর আগে নির্মিত হয়েছিল, কিন্তু সামান্য বৃষ্টিতেই এটি কাদায় ভরে যায়। গ্রামের অভ্যন্তরীণ রাস্তার অবস্থা আরও শোচনীয়। বর্ষায় গবাদি পশু মাঠে নেওয়া, রোগীদের চিকিৎসাকেন্দ্রে নেওয়া এবং বিশেষ করে শিশু শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়।
গ্রামবাসী জানান, তারা বারবার জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কাছে রাস্তার সংস্কারের আবেদন করলেও কোনো কার্যকর পদক্ষেপ না পাওয়ায় অবশেষে নিজেরাই উদ্যোগ নেন। গ্রামের বাসিন্দা রাশেদুল হাসান বলেন, “দীর্ঘদিন ধরে আমরা যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত। বিগত সরকারের আমলে এই রাস্তার কোনো কাজ হয়নি। বর্ষায় আমাদের দুর্ভোগ চরমে পৌঁছায়। তাই নিজেদের উদ্যোগে সংস্কার কাজ শুরু করেছি।”
রাস্তা সংস্কারে নেতৃত্ব দিয়েছেন গ্রামের রিকশাচালক মো. আইয়ুব আলী, আব্দুল মান্নান, মজিবর উদ্দিন, সোরহাব আলী, ইউসুফ আলী, শাহাদাত হোসেন ও মোফাজ্জল হোসেন। তাদের নিজস্ব অর্থায়নে এবং অন্যান্য গ্রামবাসীর সহযোগিতায় এই কাজ সম্পন্ন হয়েছে।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “গ্রামবাসীর এই কাজ প্রশংসার দাবিদার। তাদের এই উদ্যোগ অন্যদের জন্যও অনুপ্রেরণা।”
Comments