Image description

সিরাজগঞ্জের রায়গঞ্জের অসহায় তোজাম্মেল-জহুরা দম্পতি পেলেন সাবলম্বী উপকরণ। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের রুদ্রপুর এলাকায় অসহায় ওই দম্পতিকে সাবলম্বী উপকরণ হিসাবে দুটি ছাগল বিতরণ করা হয়।
 
এর আগে রায়গঞ্জে হতদরিদ্র দম্পতির মানবেতর জীবনযাপন শিরোনামে সংবাদ প্রকাশের পর হাউস অফ মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে ও প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানির সার্বিক সহযোগিতায় প্রথমে হুইল চেয়ার, পরে দুটি ছাগল তুলে দেওয়া হয়। 
 
এ সময় তোজাম্মেল হকের স্ত্রী জহুরা বেগম বলেন, অর্থের অভাবে একটি হুইল চেয়ার ও ভাল খাবার কিনতে পারি নাই। আপনাদের মাধ্যমে খোঁজ পেয়ে শাহবাজ খান সানি আমাদের একটি হুইল চেয়ার ও সাবলম্বীর জন্য দুটি ছাগল কিনে দিয়েছেন। এতে আমরা অনেক খুঁশি। তাদের জন্য দোয়া করি তারা যেনো আমাদের মতো অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারেন।

এ সময় প্রচেষ্টা সবার জন্য মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা শাহবাজ খান সানি, স্বপ্ন নিয়ে পথ চলা সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম বাহাদুর আলী, ফুলজোড় রক্তদান সংগঠনের মো. একরামুল হক, স্বে”ছাসেবী মো. ইউসুফ আলী, মো. রাজু, নাজমুল, আরাফাতসহ গণমাধ্যম কর্মী আমিনুল ইসলাম হিরো প্রমুখ উপস্থিত ছিলেন।