Image description

ব্রাহ্মণবাড়িয়া (সদর-বিজয়নগর)-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেন স্থানীয় জনগন। এসময় মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়েন। এতে ভোগান্তির শিকার হয় যানবাহনের চালক ও যাত্রীগন।

আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজয়নগর সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এই অবরোধ বিক্ষোভ ও সমাবেশ করে। সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে সীমানা পুনর্বহালের দাবি জানান।

বিক্ষোভ ও সমাবেশ বক্তব্য রাখেন, সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক মোঃ ইমাম হোসেন তিনি বলেন, বিজয়নগর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে তিনটি ইউনিয়নে (হরষপুর, চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন) প্রায় ৯৬ হাজার ভোটার আছেন, যা উপজেলার মোট ভোটারের প্রায় অর্ধেক। দুই লক্ষাধিক ভোটার বিশিষ্ট বিজয়নগর উপজেলা একক সংসদীয় আসনের উপযুক্ত হলেও বছরের পর বছর ধরে এটিকে একবার সদর, একবার সরাইল, আবার কখনো নাসিরনগরের সাথে যুক্ত করে  আমাদেরকে অবহেলার শিকারে পরিণত করা হচ্ছে। যা বিজয়নগরবাসী কোন ভাবেই মেনে নিবে না।

বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা সদর আসনে ছিলাম। আমরা সদর আসনে থাকতে চাই। কোন ষড়যন্ত্রই আমাদের দাবিকে উপেক্ষা করতে পারবে না।

আরো বক্তব্য রাখেন, গিয়াসউদ্দিন মুন্সি, ডাঃ রফিকুল ইসলাম, জাবেদ জয়, জামাত নেতা শিহাব উদ্দিন, রাস্টু সরকার, মাহবুব আলম, হাবিবুর রহমান মনির, গোলাম জহির, সাইফুল ইসলাম আনন্দ, মিয়া রাসেল, ইঞ্জিনিয়ার এনামুল ইসলাম, রতন মোল্লা, সাঈদ খন্দকার,  কাসেম কিবরিয়া, নূরুল হক নিয়াজ, সোহাগ খন্দকার, কাজী মিজানুর রহমান, আব্দুল কাদির, রিপন মিয়া প্রমুখ।

বক্তাগণ বলেন, স্বাধীনতার পর থেকে তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়ন বিভিন্নভাবে অবহেলিত। এখনো বিজয়নগর উপজেলাকে দ্বিখন্ডিত করার এই চক্রান্তের মাধ্যমে এলাকার উন্নতি ব্যাহত করার পাঁয়তারা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ৩৯টি আসনের সীমানায় রদবদল এনে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানায় রদবদল এনে খসড়া এ তালিকার ওপর ১০ অগাস্ট পর্যন্ত অভিযোগ জানানোর সুযোগ ছিল। এই আসনে পূর্বের অবস্থায় থাকার জন্য ইসি বরাবর কয়েকটি আবেদন জানিয়েছে উপজেলার সর্বস্ত্ররের জণগন। ওই সব দাবি-আপত্তি শুনানি করে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
খসড়া তালিকায় বিজয়নগর উপজেলার তিনটি ইউনিয়নকে ব্রাহ্মণবাডরিয়া (সদর-বিজয়নগর)-৩ আসন থেকে কেটে ব্রাহ্মণবাড়িয়া (সরাইল-আশুগঞ্জ)-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। 

এই ইউনিয়নগুলো হলো- বুধন্তী, চান্দুরা ও হরষপুর। ভৌগোলিক ভাবে ইউনিয়নগুলো উপজেলা সদরের (বিজয়নগর) নিকটবর্তী এবং রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। 

বিক্ষোভ ও সমাবেশে সর্বদলীয় ঐক্য পরিষদ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান, আমরা তাদেরকে অনুরোধ করেছি, তাদের দাবির বিষয়টি আমরা যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকেও উপজেলাবাসীকে অনুরোধ করা হয়েছে। এই অনুরোধের প্রেক্ষিতে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।