Image description

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় জয়দেব সরকার (৫০) নামে এক স্বর্ণকার নিহত হয়েছেন। এ ঘটনায় শাওন হোসেন (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কেশবপুর-চুকনগর মহাসড়কের আলতাপোল বুঝতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়দেব সরকার কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের মনিন্দ্র সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কেশবপুর বাজারের একটি স্বর্ণের দোকানে কারিগর হিসেবে কাজ করছিলেন।

সূত্রে জানা গেছে, কাজ শেষে রাতে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন জয়দেব সরকার। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক বাইসাইকেলটিকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই সঙ্গে ট্রাকটির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাওন হোসেন গুরুতর আহত হন।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে। আহত শাওনকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে স্বর্ণকার সম্প্রদায়ের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।