Image description

বরিশালে ২৪ ঘন্টায় পানিতে ডুবে দুই বোনসহ মৃত্যু হয়েছে। এরমধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পানিতে ডুবে দুই বোন ও উজিরপুরের পূর্ব নারায়ণপুর গ্রামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মৃত শিশুদের পরিবারের বরাত দিয়ে মেহেন্দিগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম বলেন, চরহোগলা গ্রামের বাসিন্দা প্রবাসী পান্না সরদারের স্ত্রী মুন্নি বেগম তার দুই মেয়ে সাড়ে চার বছরের আলিয়া ও তিন বছরের আয়শাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন। 

মঙ্গলবার বিকেলে দুই বোন ঘরের সামনের উঠানে খেলাধুলা করছিল। কিছুক্ষণ পরে স্ত্রী মুন্নি বেগম দুই মেয়েকে উঠানে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে পুকুর পাড়ে গিয়ে দেখতে পান তারা পুকুরের পানিতে ভাসছে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা এসে পুকুর থেকে দুই বোনকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসকেরা দুই বোনকেই মৃত বলে ঘোষণা করেন। ওসি আরও বলেন, কারো অভিযোগ না থাকা মৃত দুই বোনের মরদেহ তাদের মা মুন্নি বেগমের কাছে হস্তান্তর করা হয়েছে।

উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, পূর্ব নারায়ণপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছয় বছরের ছেলে মো. তাওহীদ ও প্রতিবেশী শরিফ খানের সাত বছরের ছেলে মো. শাফিন খেলার ছলে মঙ্গলবার দুপুরে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়। প্রথমে শাফিন খানের মরদেহ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুরে সন্ধান করে ডুবন্ত অবস্থায় তাওহীদকে উদ্ধার করে। তাদের বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।