
বিদেশি শ্রমিক নিয়োগের জন্য মালয়েশিয়া সরকার ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬টি কলিং ভিসার কোটা উন্মুক্ত করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন। এর আগে প্রায় দুই বছর ধরে বিদেশি কর্মী নিয়োগের আবেদন স্থগিত ছিল।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এবার মোট ১৩টি উপ-খাতে বিদেশি শ্রমিক নেওয়া হবে। এর মধ্যে প্রধান খাতগুলো হলো:
কৃষি, বাগান ও খনি খাত: এই তিনটি প্রধান খাতে শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে।
সার্ভিস সেক্টর: এর আওতায় রয়েছে হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং।
নির্মাণ খাত: এই খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
উৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাত: নতুন বিনিয়োগের ক্ষেত্রে এই খাতে কর্মী নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
এবারের কলিং ভিসার আবেদন শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো জমা দিতে পারবে। কোনো ব্যক্তি বা সরাসরি নিয়োগকর্তা এককভাবে আবেদন করতে পারবেন না। আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট কমিটি দ্বারা অনুমোদিত হবে।
এই কোটাটি এই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এরপর মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগ দেশের মোট জনশক্তির ১০ শতাংশে সীমিত করে দেবে। তবে এই কোটার মধ্যে বাংলাদেশ থেকে ঠিক কতজন শ্রমিক যেতে পারবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য এখনও জানানো হয়নি।
লিংক -https://www.thestar.com.my/news/nation/2025/08/19/foreign-worker-quota-open-until-dec-31-for-three-main-sectors-10-subsectors.
Comments