
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ১৪ আগস্ট রাতে ঘরের তালা ভেঙে তার জমানো ২ লাখ ২৫ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার সকালে ঘটনাটি জানাজানি হয়।
সাগরিকার বাবা মো. লিটন জানান, ঘটনার দিন সাগরিকা ঢাকায় অবস্থান করছিলেন। তার জমানো টাকাগুলো প্রতিবেশী এক ব্যক্তি ধার নিয়েছিলেন এবং ১৪ আগস্ট রাতে তা ফেরত দেন। টাকা ফেরত দেওয়ার রাতেই তাদের পাকা ঘরের তালা ভেঙে টাকাগুলো চুরি হয়। এ ঘটনাকে তিনি "রহস্যময়" বলে আখ্যায়িত করেছেন।
মো. লিটন বলেন, "এতদিন টাকা বাড়িতে ছিল না, চোরও আসেনি। টাকা ফেরত দেওয়ার রাতেই চুরি হলো। এটা রহস্যময় মনে হচ্ছে।" তিনি আরও বলেন, "আমার মেয়ের পরিশ্রমের টাকা এভাবে চুরি হবে ভাবতেও পারিনি। আমার বাড়ি থেকে শুধু টাকা নয়, বরং পরিবারের উজ্জ্বল স্বপ্ন চুরি হয়েছে।"
জাতীয় দলের এই নারী ফুটবলার জানান, চুরির এই ঘটনা তার জন্য "লজ্জার" হওয়ায় তিনি প্রথমে তা গণমাধ্যমে প্রকাশ করেননি। তিনি জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছেন এবং তার পরামর্শে থানায় অভিযোগও দায়ের করেছেন। সাগরিকা বলেন, "আমার পরিশ্রমের টাকা নিয়েছে, আমার কপাল তো নিয়ে যায়নি। জীবনে সুস্থ থাকলে টাকা আয় করতে পারব। কিন্তু এ ঘটনার পর থেকে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।"
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলমান রয়েছে, প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।"
Comments