Image description

লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ রেকর্ড তৃতীয়বারের মতো ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)’-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মঙ্গলবার  ম্যানচেস্টারে  এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলের মতো তারকাদের ছাড়িয়ে গেলেন। এই মৌসুমে সালাহ ২৯ গোল এবং ১৮টি গোলে অবদান রেখে লিভারপুলকে প্রিমিয়ার লিগের শিরোপা এনে দেন।

পিএফএ’র বর্ষসেরা একাদশেও এবার লিভারপুলের আধিপত্য দেখা গেছে। অলরেডদের থেকে পুরস্কার জিতেছেন সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। অন্যদিকে, ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় পিএফএ’র বর্ষসেরা একাদশে জায়গা পায়নি। কারণ গত মৌসুমে পেপ গার্দিওলার দলের পারফরম্যান্স ছিল আশানুরূপ নয়।

নারী ফুটবলে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। আর্সেনালের হয়ে প্রথম মৌসুমেই তিনি ১৯ গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতেন।

পুরুষ ফুটবলে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং নারী ফুটবলে আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়া স্মিথ বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন। রজার্স গত মৌসুমে ৫৪ ম্যাচে ১৪ গোল করেন, অন্যদিকে ২১ বছর বয়সী স্মিথ নারী ফুটবলের দলবদলে সর্বোচ্চ দামে আর্সেনালে যোগ দিয়ে বিশ্বরেকর্ড গড়েন।