Image description

নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশনের কাছে রেললাইন ভেঙে গেছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে রেল কর্তৃপক্ষ সাময়িকভাবে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দিয়েছে এবং ওই এলাকায় সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।

মঙ্গলবার সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা এই ফাটল দেখতে পান। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ ট্রেনগুলোকে সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ওই অংশ অতিক্রম করার নির্দেশ দেয়। এরপর ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেন ও ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ফাটল ধরা অংশ পার হয়।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, মেরামত কাজ চলছে এবং দ্রুতই গতি স্বাভাবিক হবে। রেলশ্রমিক মোস্তাক আহমেদ বলেন, খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে অস্থায়ীভাবে বস্তা দিয়ে ট্রেন পারাপারের ব্যবস্থা করেন।