Image description

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ৪ বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টার দিকে বিজিবির সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধর্মঘর বিওপি টহলদল সীমান্ত পিলার ১৯৯৬/৮ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধর্মঘর-মালঞ্চপুর এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন: বেগমগঞ্জের লাউতলী গ্রামের বিবি জহুরা (৩৯), মুন্সিগঞ্জের গজারিয়া আড়াইলিয়া গ্রামের মিনারা আক্তার (২৬), নেত্রকোনার মদন দক্ষিণপাড়ার ঝর্ণা আক্তার (১৯) এবং কিশোরগঞ্জের নিকলি রসুলপুরের ফারজানা আক্তার শৈলী (২২)। জিজ্ঞাসাবাদে তারা জানান, কলকাতায় গৃহকর্মীর কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।