
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মহিষতারা গ্রামে পুকুরে গোসল করতে নেমে সাখাওয়াত হোসেন (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত হোসেন মহিশতারা গ্রামের ওবায়দুল ইসলামের ছেলে।
মহিশতারা গ্রামের বাসিন্দা মোজাম্মেল বলেন, দুপুরে বাড়ির পাশের বাজারে এলাকায় সহপাঠীর সঙ্গে খেলাধুলা শেষে সাখাওয়াত পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুরপাড়ে শিশুর জামা ভাসতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা পানিতে নেমে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, গত সপ্তাহেও দুই জনের মরদেহ পাওয়া গিয়েছিল তারাও পানিতে পরে মৃত্যু বরন করেছে। পরিবার ও এলাকাবাসী সচেতন না হলে দুর্ঘটনা আরও বাড়বে আমাদের সকলের সচেতন হওয়া উচিত।
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহর সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ হস্তান্তর করি।
Comments