
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৯ জন। পুলিশ এটিকে গ্যাং-সম্পর্কিত সহিংসতা বলে ধারণা করছে। সোমবার বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, রোববার ভোর ৩টা ২৭ মিনিটের দিকে ক্রাউন হাইটস এলাকার 'টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ' নামের রেস্তোরাঁয় গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ভেতরে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজে পাওয়া গেছে। নিহত তিনজন পুরুষ, যাদের বয়স ছিল ১৯, ২৭ এবং ৩৫ বছর। ১৯ বছরের তরুণ ঘটনাস্থলেই মারা যান, আর বাকি দুজন হাসপাতালে মারা যান। আহত নয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, তবে তাদের আঘাত প্রাণঘাতী নয়।
প্রাথমিকভাবে এটিকে গ্যাং-সম্পর্কিত ঘটনা বলে মনে হচ্ছে। টিশ জানান, রেস্তোরাঁর ভেতরে ঝগড়ার জেরে এই গোলাগুলি হয় এবং কিছু নিরীহ মানুষও এতে আক্রান্ত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪২টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এই ঘটনাকে “ভয়াবহ বন্দুক সহিংসতা” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “এ ধরনের বন্দুক সহিংসতা একটি সম্প্রদায় ও শহরের জন্য গভীর ক্ষত তৈরি করে।” তিনি আরও জানান, শহরজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ২২ হাজারেরও বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের সহায়তায় এবং প্রতিশোধমূলক সহিংসতা ঠেকাতে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে।
Comments