
সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতের আঘাতে জয়ন্ত কুমার রায় (৫৫) নামে এক প্রতিবন্ধী কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার বড়কুপট গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত জয়ন্ত কুমার রায় ওই গ্রামের তেজেন্দ্র নাথ রায়ের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটার সময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments