
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ (চাল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলার ৬৭৫ জন মৎস্যজীবী পরিবারের মাঝে এই চাল বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র।
এসময় প্রতিটি জেলে পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হয়। সরকার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জুলাই মাসের জন্য মোট ১৩.৫ টন চাল বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে। বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এই সহায়তার মাধ্যমে মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে জেলেদের জীবনধারণ কিছুটা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
Comments