
গাজীপুরের পূবাইলে একটি শুটিং সেটে কাজের ফাঁকে হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করেছেন লাইনম্যান ইদ্রিস (৩৫)। বুধবার ভোর সাড়ে ৬টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর শুটিং ইউনিটে স্থবিরতা নেমে আসে।
ইদ্রিস মানিকগঞ্জ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ঢাকার তেজগাঁও সাতরাস্তা এলাকায় বসবাস করতেন। চলচ্চিত্র ও মিডিয়া অঙ্গনে প্রযুক্তিগত কাজে তিনি ছিলেন অভিজ্ঞ এবং পরিচিত একটি মুখ।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকার এস এম ব্রাইট মিডিয়া হাউসের আয়োজনে পূবাইলের ‘পনির হাউস’-এ একটি শুটিং চলছিল। এ সময় ইদ্রিস হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মীরা তৎক্ষণাৎ তাকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
এস এম ব্রাইট মিডিয়া হাউসের মালিক হাসান বলেন, “ইদ্রিস আমাদের শুটিং সেটে লাইনম্যান হিসেবে কাজ করছিলেন। হঠাৎ এমন ঘটনা ঘটবে, তা আমরা কেউই কল্পনা করিনি। সবকিছু মুহূর্তের মধ্যে ঘটে গেল।”
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আমিরুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে মিডিয়া হাউস কর্তৃপক্ষ বা ইদ্রিসের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ নিজ উদ্যোগে তদন্ত করছে। কোনো অস্বাভাবিক বিষয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
Comments