Image description

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে নারী ও শিশুসহ ১৪ জন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে হরিপুরের দনগাও বিওপির কাছে সীমান্তের ৩৫৬ নং পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। পরে বিকেলে বিজিবি তাদের হরিপুর থানায় হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১১ আগস্ট) বিকেল ৩টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এর বেতনা বিওপির বিপরীতে ভারতের কাদেরগঞ্জ এলাকায় সীমান্ত পিলার ৩৬৫/২ এস থেকে প্রায় ১২০০ গজ ভেতরে এই ১৪ জনকে আটক করে বিএসএফ। আটক ব্যক্তিরা সবাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা।

আটককৃতরা হলেন—বালিয়াডাঙ্গী উপজেলার চোচপাড়া গ্রামের সাকিরের ছেলে মন্টু (৪০), তার স্ত্রী মোছা. নাজেরা খাতুন (৩৮), ছেলে নজরুল (২২) ও নুর আলম (১৯); বেউরঝাড়ি গ্রামের রহিমের ছেলে আব্দুর রাজ্জাক (২৪), তার স্ত্রী নাজমিন (২০), মেয়ে রূকসার (৩) ও রেহেনা (১), মৃত হাকিম উদ্দিনের ছেলে আসাদুল (৩৫), তার মা আছিয়া (৫০), স্ত্রী পারুল (৩২), এবং তিন সন্তান আলামিন আলী (১৬), আশা মনি (৯) ও আরিফ (৫)।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ২০২০ সালে ভারতের হরিয়ানা রাজ্যের পানিপাথ জেলার একটি কারখানায় (পাপস ফ্যাক্টরি) কাজ করতে গিয়েছিলেন। সম্প্রতি দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “আটকের পর আমরা তাদের হরিপুর থানায় হস্তান্তর করেছি।”

হরিপুর থানার অফিসার ইনচার্জ জানান, বিজিবি নারী ও শিশুসহ ১৪ জনকে থানায় হস্তান্তর করেছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে পাসপোর্ট আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতদের বুধবার (১৩ আগস্ট) ঠাকুরগাঁও আদালতে পাঠানো হবে।