
ডা. শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমির, বাইপাস সার্জারির পর হাসপাতাল ছেড়েছেন। হার্টে জটিল ব্লক ধরা পড়লেও অস্ত্রোপচারের পর তিনি দ্রুত আরোগ্য লাভ করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় তিনি ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।
দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এক সংবাদ সম্মেলনে তার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানান। এ সময় হাসপাতালের বাইরে দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।
ডা. শফিকুর রহমানের চিকিৎসক ডা. শহীদ আহমেদ চৌধুরী জানিয়েছেন, এক মাসের মধ্যেই তিনি জনসম্মুখে নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন।
উল্লেখ্য, গত ২ আগস্ট বাইপাস সার্জারির জন্য শফিকুর রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সফল অস্ত্রোপচারের পর তাকে ৫ আগস্ট পর্যন্ত কার্ডিয়াক আইসিইউতে রাখা হয়। এরপর ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন।
Comments