Image description

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি করদাতাদের জন্য অনলাইন আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। তবে কিছু নির্দিষ্ট শ্রেণির করদাতা এই বাধ্যবাধকতার বাইরে থাকবেন। এই বাধ্যবাধকতা ২০২৫-২০২৬ করবর্ষ থেকে কার্যকর হবে। সোমবার (১১ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত এক বিশেষ আদেশ থেকে এই তথ্য জানা গেছে।

এনবিআরের আদেশ অনুযায়ী, পাঁচটি নির্দিষ্ট শ্রেণির ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়। তবে, তারা চাইলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। এই শ্রেণিসমূহ হলো:

৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা। শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (এক্ষেত্রে সনদপত্র জমা দিতে হবে)। বিদেশে বসবাসকারী বাংলাদেশি করদাতা। মৃত করদাতার আইনগত প্রতিনিধি। বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক।

যদি কোনো ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনে সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে, করদাতাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করতে হবে। উপকর কমিশনারের অনুমোদনের পর ওই করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।