Image description

গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলকে ফুটবল প্রতিযোগিতা থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজ।

রবিবার (১০ আগস্ট) এক্সে করা এক পোস্টে আলবানিজ লিখেছেন, "খেলাধুলা হোক বর্ণবাদ ও গণহত্যামুক্ত। এক বল, এক কিক করে এগিয়ে যাই।" এই পোস্টের মাধ্যমে তিনি উয়েফার প্রতি ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান জানান। তিনি আরও লেখেন, "এখন সময় এসেছে হত্যাকারীদের প্রতিযোগিতা থেকে বহিষ্কার করার, উয়েফা।"

আলবানিজের এই আহ্বান আসে উয়েফার পক্ষ থেকে সাবেক ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদকে শ্রদ্ধা জানানোর পর। আল-ওবেইদকে ‘ফিলিস্তিনি পেলে’ হিসেবে উল্লেখ করে উয়েফা। ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত বুধবার দক্ষিণ গাজায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে ৪১ বছর বয়সী আল-ওবেইদ নিহত হন। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন এবং ফিলিস্তিনি জাতীয় দলের হয়ে ২৪টি ম্যাচ খেলেছিলেন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৮০০-র বেশি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। খেলাধুলার অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উল্লেখিত বিষয়গুলো ছাড়াও, আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই সাথে, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলাও চলমান আছে। সামরিক অভিযানে গাজায় এখন পর্যন্ত ৬১ হাজার ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন এবং এলাকাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।