Image description

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তিন বছর পর আবারও একটি আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন বলে জানা গেছে। সিয়াসাত ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাম চরণের আসন্ন সিনেমা ‘পেদ্দি’-তে তাকে এই আইটেম গানে দেখা যেতে পারে।

২০২১ সালে আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে নেচে ব্যাপক জনপ্রিয়তা পান সামান্থা। গানটি এতটাই সফল হয়েছিল যে এটি বিশ্বের সেরা ১০০ মিউজিক ভিডিওর তালিকায় জায়গা করে নেয়। এরপর থেকে তিনি অনেক সিনেমার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেন।

‘পেদ্দি’ সিনেমায় সামান্থার পারফর্ম করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সিনেমা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে যে নির্মাতারা তার সঙ্গে আলোচনা করছেন। যদি এটি সত্যি হয়, তাহলে দীর্ঘ দিন পর রাম চরণ এবং সামান্থাকে একসঙ্গে দেখা যাবে, যারা এর আগে ‘রাঙ্গাস্থালাম’-এ অভিনয় করেছিলেন।

আশির দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই স্পোর্টস-ড্রামাটিতে রাম চরণ প্রধান চরিত্রে অভিনয় করছেন। এতে প্রধান নারী চরিত্রে রয়েছেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। এ ছাড়াও শিবা রাজকুমার, জগপতি বাবু এবং দিব্যেন্দু শর্মার মতো অভিনেতারা বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।

২৫০-৩০০ কোটি রুপি বাজেটের এই সিনেমার সংগীত পরিচালনা করছেন এ. আর. রহমান। নির্মাতারা ২০২৬ সালের ২৭ মার্চ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন।

সামান্থা রুথ প্রভুর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিরিজ হলো ‘সিটাডেল: হানি বানি’, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান।