
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দুজনের মরদেহ পতেঙ্গায় ভেসে এসেছে। শনিবার বিকেলে স্থানীয়রা পতেঙ্গার ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি দেখতে পান। পরে নিখোঁজ জেলেদের সহকর্মীরা মরদেহ দুটি আজাদ এবং ইদ্রিস-এর বলে শনাক্ত করেন। এখনো ছয় জেলে নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে একটি ফিশিং বোটের ধাক্কায় 'আনিকা' নামের একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে যায়। ট্রলারটিতে ১৯ জন জেলে ছিলেন, যাদের মধ্যে ১১ জনকে কাছে থাকা একটি নৌযান উদ্ধার করে। বাকি আটজন নিখোঁজ ছিলেন। চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মো. আরিফ জানান, উদ্ধারকৃত মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Comments