
সাত কলেজের শিক্ষার্থীরা আগামী ২৬ আগস্টের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির জন্য আল্টিমেটাম দিয়েছেন। একইসঙ্গে তারা আরও দুটি দাবিও তুলে ধরেছেন। বুধবার সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ ও মিছিলের পর একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীরা বলেছেন, সরকার নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা তুলে ধরায় তারা সন্তুষ্ট। তবে অধ্যাদেশ, সনদ ও লোগো নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা না আসায় তারা হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করছেন, সরকার এই বিষয়ে কালক্ষেপণ করছে। তাই আগামী ২৬ আগস্টের মধ্যে অধ্যাদেশ জারি না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়ানো হবে।
তাদের বাকি দুটি দাবি হলো:
অধ্যাদেশ জারির পর ভিসি, প্রক্টরসহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো গঠন করে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে হবে।
বর্তমানে সাত কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে স্থানান্তর করতে হবে এবং তাদের নতুন পরিচয় নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়নের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) তাদের উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। তারা সরকারের পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের নেতৃত্বেরও প্রশংসা করেছেন।
Comments