
জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আবার বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন।
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত যদি আবারও 'অপারেশন সিঁদুর'-এর মতো কোনো সামরিক অভিযান চালায়, তবে পাকিস্তান 'ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে' আঘাত হানবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদবিরোধী কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। আহমেদ শরীফ চৌধুরী আরও বলেন, ভারতের যেকোনো স্থানে আঘাত হানার সক্ষমতা পাকিস্তানের রয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে ভারতের সামরিক বাহিনী 'অপারেশন সিঁদুর' নামের একটি অভিযান চালায়। ২২ এপ্রিল পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয়কে হত্যার প্রতিশোধ হিসেবে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছিল।
ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তাদের ভূখণ্ডে কোনো সন্ত্রাসী হামলা হলে তার পরিকল্পিত ও কঠোর জবাব দেওয়া হবে। এই জবাবের লক্ষ্য হবে সন্ত্রাসীদের প্রশিক্ষণ শিবিরসহ সংশ্লিষ্ট সব স্থাপনা। ভারত সরকার আরও জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্রের 'ব্ল্যাকমেইল' সহ্য করবে না এবং সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষকদের মধ্যে কোনো পার্থক্য করবে না।
Comments