
‘জুলাই সনদ’ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন ‘জুলাই যোদ্ধারা’। শুক্রবার (১ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি বৃষ্টির মধ্যেও অব্যাহত রয়েছে, যেখানে শহীদ পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। তাদের অবরোধের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের ব্যানারে আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান শুরু করেন। রাতভর অবস্থান শেষে আজ সকাল থেকে তারা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো— ‘জুলাই সনদ’ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং সেটিকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে সরকারের উদাসীনতা ও নীরবতা তাদের রাজপথে নামতে বাধ্য করেছে। আহত ও শহীদ পরিবারের সদস্যরা বারবার দাবি জানালেও কোনো অগ্রগতি না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানিয়েছেন তারা।
শাহবাগ মোড়ে আন্দোলনকারীরা সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রাখায় ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। বিকল্প সড়ক খোলা থাকলেও কিছু গণপরিবহন ধীরে চলছে, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এসময় রমনা জোনের ডিসি মাসুদ আলমকে জুলাই যোদ্ধাদের অবস্থান কর্মসূচি পরিদর্শন করে তাদের সঙ্গে আলোচনা করতে দেখা যায়।
আন্দোলনকারীরা জানিয়েছেন, "আমরা বাঁচতে চাই, মরতে চাই না। কিন্তু সরকার যদি আমাদের দাবি না মানে, তবে আমরা প্রয়োজনে আবার রক্ত দেব, তবুও রাজপথ ছাড়বো না।" এই প্রতিবেদন লেখা পর্যন্ত শাহবাগ মোড়ে আন্দোলন অব্যাহত রয়েছে।
Comments