Image description

চট্টগ্রামে রেললাইনের পাশ থেকে এক দিনমজুরের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আলী বাপের পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার হয়। স্থানীয়দের ধারণা, ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

নিহত দিনমজুরের নাম মো. হাসান (৪২)। তিনি একই ইউনিয়নের হাদুর পাহাড় এলাকার সৈয়দ আহমেদের ছেলে। 

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় তার একটি পানের বরজ রয়েছে। সেখানে কাজ শেষে তিনি বাসায় ফিরছিলেন। তবে রাত ১০টার দিকে রেললাইনের পাশে তার ছিন্নভিন্ন মরদেহ পাওয়া যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুল মাবুদ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মো. হাসান কানে কম শুনতেন। ধারণা করা হচ্ছে, ট্রেন আসার শব্দ শুনতে না পাওয়ায় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে তিনি কখন, কীভাবে ট্রেনে কাটা পড়েছেন, তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি।