Image description

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার রাত আটটার দিকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকায় এই সংঘর্ষের সময় পাল্টাপাল্টি ধাওয়া ও গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

এই ঘটনায় বাবলু (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক শাহ আলম মানিক এবং বিএনপি-সমর্থক রুহুল আমিনের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় বাবলু (৩০) নামের এক যুবক গুরুতর আহত।   আহত বাবলুকে খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শাহ আলম মানিক অভিযোগ করেন, "আমি বাড়ির সামনে বসে ছিলাম। হঠাৎ রুহুল আমিন ৫০-৬০ জন অস্ত্রধারী সহযোগী নিয়ে এসে অতর্কিতে হামলা চালায়। শুনেছি, তারা কয়েকটি গুলি ছোড়ে। তবে কেন এই হামলা করেছে, তা আমি জানি না।"

অন্যদিকে, রুহুল আমিন এই অভিযোগ অস্বীকার করে বলেন, "জমিসংক্রান্ত বিরোধের জেরে মানিক বাবলুকে মারধর করে রক্তাক্ত করেছে। আমরা জানতে গেলে মানিক পালিয়ে যায়। আমাদের পক্ষ থেকে কোনো হামলা হয়নি; বরং মানিক মিথ্যা অভিযোগ করে আমাকে ফাঁসাতে চাইছে।"

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, তবে কাউকে পাওয়া যায়নি। তিনি জানান, গুলির কোনো ঘটনা ঘটেনি এবং এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।