Image description

কুষ্টিয়া শহরের মিলপাড়া ও তার আশেপাশে বেহাল অবস্থায় পড়ে থাকা সড়ক এবং কালভার্টের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার(১ আগস্ট) বেলা ১১টায় শহরের মিলপাড়া পুলিশ ফাঁড়ির সামনে এ মানববন্ধন করা হয়।

কুষ্টিয়া জেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মুহাম্মদ শারাফাত হুসাইন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল-আল-জাহিদ(জাহাঙ্গীর), মিলপাড়া পাকপাঞ্জা ক্লাবের সভাপতি সুমন বাকচি, সাবেক ক্রীড়াবীদ স্বপন পাড়ই কালাসহ এলাকার নারী-পুরুষ ও স্কুলের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। 

এসময় বক্তারা বলেন, মোহিনী মোহন চক্রবর্তী সড়কটি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে সংস্কার হীন অবস্থায় আছে। এতে রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দে ভরে গেছে। এছাড়াও ওই সড়কে দশটির অধিক সংস্কারহীন কালভার্ট  রয়েছে, যার কারনে সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীদের চলাচলে চরম অসুবিধা হয়। তাই দ্রুত এই সড়ক সংস্কারের দাবী জানান আন্দোলনকারীরা।