Image description

দ্রুততম সময়ের মধ্যে মৌলিক প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। একইসঙ্গে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই দাবি জানান।

অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম, খুন, গণহত্যা ও অপকর্মের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে আহমদ আবদুল কাদের বলেন, বাংলাদেশের জনগণের নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতি আবেগ-উচ্ছ্বাস ও প্রবল প্রত্যাশা ছিল। একইসঙ্গে জনমনে অস্বস্তি, অনিশ্চয়তা, উদ্বেগ ও হতাশা পরিলক্ষিত হচ্ছে। তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যেকার মতানৈক্য ও ঝগড়া-বিবাদ জনমনে বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে সংশয়-শঙ্কা সৃষ্টি করছে বলে উল্লেখ করেন। মবের ঘটনা সরকার ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আহমদ আবদুল কাদের আরও বলেন, রাজনৈতিক দলগুলোর উসকানিমূলক বক্তব্য ও অশালীন ভাষা ব্যবহার রাজনৈতিক সংস্কৃতিতে পুরোনো ধারার প্রতিচ্ছবি বয়ে বেড়াচ্ছে। তার মতে, সংস্কার, বিচার ও নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। নতুন রাষ্ট্রকাঠামোর ব্যাপক সংস্কার করার চেষ্টায়, নিজস্ব দর্শন বাস্তবায়ন করতে গিয়ে ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলের সংলাপ অব্যাহত রাখলেও মৌলিক সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে বিষোদ্গারে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে যেকোনো সময় রাজনৈতিক পরিস্থিতির অবনতি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ পতিত স্বৈরাচারী শক্তির পুনরাত্থান চায় না। সেক্ষেত্রে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। বাংলাদেশের রাজনীতিতে ইসলামী শক্তির শক্তিশালী ভূমিকা পালনের লক্ষ্যে ইসলামী দল ও মসলক (মতাদর্শ) সমূহের ঐক্যের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনের বিপরীতে একজন প্রার্থী দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার দৃঢ় সংকল্প ঘোষণা করে খেলাফত মজলিস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগস্ট মাসের মধ্যে ৩০০ আসনে পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।

খেলাফত মজলিসের আমির মাওলানা আবদুল বাছিত আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির সিরাজুল হক, সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, মোস্তাফিজুর রহমান ফয়সল, মো. আবদুল জলিল, এ এ তাওসিফ প্রমুখ।