Image description

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদান শহরে বিচার বিভাগের একটি ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে এই সন্ত্রাসী হামলা হয়। আহতদের বেশিরভাগই সাধারণ নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, "ইসরায়েল-সংশ্লিষ্ট" সন্ত্রাসীরা সাধারণ নাগরিকের ছদ্মবেশে বিচার বিভাগ ভবনে প্রবেশের চেষ্টা করে।

প্রাদেশিক আইন-শৃঙ্খলা বাহিনীর উপপ্রধান আলীরেজা দালিরি জানান, নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তিনজন হামলাকারী নিহত হয়। 

দালিরি আরও বলেন, হামলাকারীদের মধ্যে দুজন পালানোর চেষ্টা করলে পাশের রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় এবং তৃতীয় হামলাকারী গ্রেনেড বিস্ফোরণের আগেই গুলিতে প্রাণ হারায়।

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে নিহতের সংখ্যা ছয়জন বলে নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে ২২ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক।

ইরানের বিচার বিভাগও হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে যে আহতদের জরুরি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে এবং ঘটনাস্থলে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। হামলার সময় বিচার বিভাগ ভবনে উপস্থিত কর্মচারী ও সেবাপ্রার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।