Image description

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সাড়ে ৪ চার বছরের শিশু ধর্ষণ আসামী শান্ত চন্দ্র দাস (১৬) কে শুক্রবার (২৫ জুলাই) বিকালে বারহাট্টা গোপালপুর ফায়ারসার্ভিস অফিসের কাছ থেকে গ্রেপ্তার করেছে বারহাট্টা থানা পুলিশ। 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান। 

২৪ জুলাই সন্ধ্যার আগে উপজেলার গোপালপুর মাঝিপাড়া মহল্লার চন্দন দাসের সারে ৪ বছরের শিশুটিকে খেলার কথা বলে খালি ঘরে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী প্রণয় চন্দ্র দাসের ছেলে শান্ত চন্দ্র দাস। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে কান্নাকাটি করতে করতে ঘটনাটি তার মা ও পরিবারের অন্যদের জানায়। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় শিশুটির বাবা চন্দন চন্দ্র দাস বাদী হয়ে বারহাট্টা থানায় একটি ধর্ষণ  মামলা দায়ের করেন। বর্তমানে শিশুটি নেত্রকোনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করে বলেন, আমরা আসামীকে ধরতে রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফা অভিযান চালিয়েছি। এরপর ২৫ জুলাই শুক্রবার বিকালে অভিযুক্ত আসমী শান্ত চন্দ্র দাসকে বারহাট্টা পশ্চিম বাজার থেকে গ্রেপ্তার করেছি। ধর্ষনের বিষয়টি শান্ত চন্দ্র দাস স্বীকার করেছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।