Image description

দেশে সাম্প্রতিক পরিস্থিতি ও বিমান দুর্ঘটনাসহ ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলের আলোচনা অনুষ্ঠানে কথা বলেছেন ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির সদস্য এবং বর্তমান সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। 

দেশের রাজনীতি, সমাজ ও অর্থনীতি এক অনিশ্চয়তার মধ্যে স্থবির হয়ে আছে মন্তব্য করে ডা. শামীম বলেন, ‘মুক্তিযুদ্ধ হয়েছে, ৯০-এর গণ-অভ্যুত্থান হয়েছে। এই সময় আমরা অনেক বীর পেয়েছি। কিন্তু সেই নামের প্রতি সুবিচার তারা করতে পারেননি।

মুক্তিযুদ্ধের পরে অনেক বড় বড় ছাত্রনেতা ছিলেন, যারা পরবর্তীকালে খলনায়কে পরিণত হয়েছিলেন।’

বিএনপির জুলাই বিপ্লবে অবদান নিয়ে শামিম বলেন, ‘বিএনপি আন্দোলনে পুরোদমে সম্পৃক্ত ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে আমি সরাসরি যুক্ত ছিলাম। আমরা প্রথম দিক থেকেই সাবধান ছিলাম, যাতে আমাদের নামের কারণে আন্দোলনটা ভিন্ন খাতে প্রবাহিত না হয়।

যুদ্ধটা আমরা করেছিলাম, আমাদের সাথে নতুন যারা যুদ্ধে যোগ দিয়েছে তাদের প্রতি সব সময় সাধুবাদ।’ 

একটি নির্দিষ্ট গোষ্ঠী ক্রেডিট নিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘এই যুদ্ধে আমজনতাও যুক্ত ছিল। কিন্তু ক্রেডিটটা শুধু একটা গোষ্ঠী নিচ্ছে। সেটা আসলে আমার মনে হয় সব গণ্ডগোলের সূত্র। সবাই যদি সবার অবদানটাকে আমরা একটু স্বীকার করে নিতাম, তাহলেই জাতীয় ঐক্য আসত।’ 

জাতীয় নির্বাচন নিয়ে ডা. শামিম জানান, কারো পক্ষ না নিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চাইলে দ্রুততম সময়ে নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব।