
কুমিল্লার দাউদকান্দিতে ২২ মামলার আসামি আল মামুনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১১টায় গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে দাউদকান্দি থানা ও গৌরীপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা। নিহত মামুন (৪০) পাশ্ববর্তী তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের মেম্বার মুকবুল মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ১১টায় গৌরীপুর বাস স্ট্যান্ড এলাকায় মামুন একা দাঁড়িয়ে ছিল, পাঁচ মিনিটের মধ্যে বেশ কয়েকজন দুর্বৃত্তরা তার সামনে এসে দাঁড়ালে মামুন ভয়ে পালিয়ে যেতে চেষ্টা করলে তখন তাহার উপর দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মামুন(৪০) এর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে। মামুনের মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরীর বলেন, রাত সাড়ে ১০টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে শীর্ষ সন্ত্রাসী মামুন(৪০) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা তদন্তের পর জানা যাবে। নিহত সন্ত্রাসী মামুনের বিরুদ্ধে কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে।
পুলিশের ধারনা সন্ত্রাসী মামুনকে যারা হত্যা করেছে তাদের সাথে সন্ত্রাসী মামুনের পূর্বে কোন প্রকার দ্বন্ধ থাকতে পারে, যার ফলে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটিয়েছে। ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে নিহত মামুনের মরদেহটি পাঠানো হয়েছে।
Comments