Image description

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে  শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ের ফলে টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। শিরোপা জয়ের জন্য সোমবার নেপালের বিপক্ষে শেষ ম্যাচে তাদের অন্তত এক পয়েন্ট অর্জন করতে হবে।

লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন পূজা রানী, এবং বাকি তিনটি গোল করেছেন কানন রানী বাহাদুর, তৃষ্ণা রানী ও আফঈদা।

ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য কিছুটা অগোছালো ছিল। আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও প্রথম দিকে সুবিধা করতে পারছিল না তারা। উল্টো ৭ মিনিটে লঙ্কান ফরোয়ার্ড লায়ানশিকা জেসোথেরানের দারুণ একটি শট রুখে দেন লাল-সবুজের গোলরক্ষক ফেরদৌসী আক্তার সোনালী। এর মিনিট দুয়েক পর বাংলাদেশ আক্রমণে গেলেও সফলতা আসেনি। ১৪ মিনিটে কানন রাইট উইং থেকে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন, কিন্তু লঙ্কান গোলরক্ষক থারুশিকা ডি ডোডামগোডেজের সেভে রক্ষা পায় সফরকারীদের জাল।

অবশেষে, ২৪ মিনিটে কানন রানী বাহাদুরের গোলে ডেডলক ভাঙে বাংলাদেশ (১-০)। এরপর পরপর দুবার আক্রমণে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোল আসেনি। ২৯ মিনিটে লঙ্কান ফরোয়ার্ড ইন্দ্রন গ্রেগরি দারুণভাবে বাংলাদেশের বক্সে ঢুকে পড়েন, তবে লক্ষ্যভেদ করতে পারেননি। যোগ করা অতিরিক্ত সময়ে তৃষ্ণার একটি শট বারে লেগে ফিরে আসলে ফিরতি শটে পূজা রানী গোল করে ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর লঙ্কান শিবিরে আরও তিন গোল করে বাংলাদেশ। ৭৩ মিনিটে বা পায়ের শটে দুর্দান্ত এক গোল করেন পূজা দাস। ৮৬ মিনিটে তৃষ্ণা বল নিয়ে বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন। ইনজুরি সময়ে পেনাল্টি পায় বাংলাদেশ এবং অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি গোল করলে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নেপাল, যারা ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। চ্যাম্পিয়ন হতে হলে বাংলাদেশকে কমপক্ষে এক পয়েন্ট পেতে হবে ওই ম্যাচে। যদি বাংলাদেশ হেরে যায় এবং নেপাল জেতে, তাহলে উভয় দলেরই পয়েন্ট হবে ১৫। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে নেপাল।