Image description

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কাভারের কাছে পাহাড়ি এক সড়কে যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ২১ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকালের দিকের এই দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর নিশ্চিত করেছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের যাত্রীদের বহনকারী বাসটি উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাটি ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দূরের কাভার শহরের পাহাড়ি রাস্তায় ঘটেছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ পরিষ্কারভাবে জানা যায়নি।

কাভার হাসপাতালের পরিচালক মোহসেন আফরাসিয়াবি রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৩০ জন আহত হয়েছেন।

ইরানের গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, পাহাড়ি সড়কে যাত্রীবাহী কোচটি উল্টে পড়ে আছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ-এর তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত গত ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।