জমি সংক্রান্ত বিরোধ
সুনামগঞ্জে মসজিদে ঢুকে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই

সুনামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মসজিদের ভেতরে এশার নামাজরত অবস্থায় বড় ভাইয়ের মুগুরের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের পূর্ব চরগাঁও গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. মজিবুর রহমান (৬০)। তিনি পূর্ব চরগাঁও গ্রামের কান্দ মুন্সি মিয়ার ছেলে। অভিযুক্ত বড় ভাই মো. ফজলুর রহমান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এশার নামাজ আদায়রত অবস্থায় আপন ছোট ভাই মজিবুর রহমানের ওপর পেছন থেকে মুগুর দিয়ে উপর্যুপরি আঘাত করেন বড় ভাই ফজলুর রহমান। হামলার পর ফজলুর রহমান ঘটনাস্থল থেকে চলে যান। পরে মসজিদের মুসল্লিরা গুরুতর আহত মজিবুর রহমানকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর সদর হাসপাতালে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকরা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে তাকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সিলেট যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মজিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
সরেজমিনে জানা গেছে, নিহত মজিবুর রহমান এবং তার বড় ভাই ফজলুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝগড়া-বিবাদ চলছিল। প্রায়শই তাদের মধ্যে জমি বণ্টন নিয়ে কথা কাটাকাটি হতো। এর আগেও সামাজিকভাবে বেশ কয়েকবার সালিশ বৈঠক হলেও বড় ভাই ফজলুর রহমান সালিশের সিদ্ধান্ত অমান্য করে যাচ্ছিলেন। গতকাল বুধবার সকালেও দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, এর জেরেই রাতের বেলা এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পূর্ব চরগাঁও জামে মসজিদের ইমাম ইমাম-আল আমিন এবং মুসল্লি সুজন মিয়া, মর্শিদ মিয়া-সাবেদ আলী, খুরশিদ আলম, আজিজুর রহমান, নজু রহমান, আনজত আলী, ইকবালসহ অন্যান্যরা জানান, এশার জামাতের চার রাকাত ফরজ নামাজ শেষ না হতেই বড় ভাই ফজলুর রহমান পেছন থেকে বাঁশের মুগুর দিয়ে মজিবুর রহমানের মাথায় আঘাত করেন। এর পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান জানান, ঘাতক আসামী ফজলুর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে তিনি জানান।
Comments