
রেডিও জকি হিসেবে বিনোদন জগতে কর্মজীবন শুরু করেন নুসরাত ফারিয়া। পরে মডেলিং ও বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান। ২০১৫ সালে 'আশিকী' সিনেমা দিয়ে তার অভিষেক হয়। সিনেমাটি নুসরাতকে জনপ্রিয় করে তোলে।
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সবসময় সরব থাকেন ঢালিউডের এই তারকা। সম্প্রতি নুসরাত ফারিয়া সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন, যা নেটিজেনরা সহমত পোষণ করেছেন। তিনি তার পোস্টে লিখেছেন, সময় নিজেই সব বলে দেয়। সত্য কখনো দেরি করে, হার মানে না। ইউনিভার্স (universe) দেখছে... আমি ছেড়ে দিলাম।’
উল্লেখ্য, জুলাই আন্দোলনে ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত ছিলেন নুসরাত ফারিয়া। সে কারণে গত ১৮ মে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেফতার করে পুলিশ। অবশ্য পর দিন তিনি জামিনে মুক্ত হন।
Comments