Image description

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের বাহিরপাড়াগ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছে। বুধবার দুপুরে বাহিরপাড়া বিলের মধ্য এ ঘটনা ঘটে। 

এসময় প্রতিপক্ষের হামলায় পিতা জাহাঙ্গীর শেখ (৬০) ঘটনাস্থলে ও ছেলে নাহিদ শেখকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায়। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাহিরপাড়া বিলের মধ্য একটি জমি নিয়ে বাহিরপাড়া গ্রামের জাহাঙ্গীর শেখের সাথে একই গ্রামের কাওছার শেখ ওরফে মান্দার শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্য একাধিক মামলা ও সালিস মীমাংসার চেষ্টা করা হয়েছে। দুপুরে সেই জমিতে জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদ শেখ ধান রোপণের প্রস্তুতি নিতে যায়। এসময় মান্দার শেখ ও তার ছেলেসহ কয়েকজন জাহাঙ্গীর শেখ ও তার ছেলে নাহিদকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর শেখকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং ছেলে নাহিদ শেখকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তারপর নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু  হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। একজন ঘটনাস্থলে মারা যায়। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। তদন্ত চলছে।’