
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘মুজিববাদী সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে আগাতে দেয়নি। কিন্তু সেই মুজিববাদী সংবিধান এখন টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি। বিএনপি এখন চাঁদাবাজ দলে পরিণত হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। এই পাহারাদারকে আপনাদের প্রতিহত করতে হবে।’
জুলাই পদযাত্রার ১৪তম দিনে গতকাল সোমবার দুপুর ১টায় পটুয়াখালী সার্কিট হাউস সড়কে শহীদ হৃদয় তরুয়া চত্বরে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অনৈক্য চাই না, আমরা বিভাজন চাই না। কিন্তু কেউ যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায়; জুলাই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায়; তাহলে তাদের সঙ্গে আমাদের ঐক্য সম্ভব নয়।’
তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই তরুণ নেতৃত্ব পুরোনো সিস্টেমের পতন ঘটাতে চেয়েছিল। তাই এই সিস্টেম কখনোই চায় না- গণঅভ্যুত্থানের নেতৃত্ব দাঁড়াক এবং রাজনৈতিকভাবে এরা টিকে থাকুক। সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছিল, এই অভ্যুত্থানের পরে দুর্নীতি মাফিয়াদের সিস্টেম, সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রেখেছে। অভ্যুত্থান-শক্তির মধ্যে বিভাজন তৈরি করা হয়েছে।’
সমাবেশে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, ‘শহীদ মিনারে আগামী ৩ আগস্ট আমরা একত্রিত হবো। গত বছরের ৩ আগস্ট ছিল হাসিনা পতনের ইশতেহার। আর এই বছরের ৩ আগস্ট হবে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনের ইশতেহার।’
মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, ‘এই লুটপাট আর চলবে না। এই জুলাইয়ে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে– আমাদের শহীদেরা, আহত যোদ্ধারা যে আকাঙ্ক্ষা সামনে রেখে লড়াই করেছিলেন, তা যেন আমরা ভুলে না যাই।’
Comments